Power Grid company of Bangladesh  (pgcb)


Power Grid company of Bangladesh  (pgcb)
Sub-assistant Engineer  ( Mechanical )




ক- বিভাগ 15×1=15
1। Leaser শব্দের  অর্থ কি ?
2। আর্ক ভোল্টেজ কি?
3। welding এ 6G কি ?
4। তিনটি লেদ এটাচমেন্টের নাম লিখ ।
5। এসিটিলিন গ্যাসের নিরাপদ working প্রেসার কত?
6। লেদ মেশিনের cutting speed নিণর্য়ের সূত্রটি লিখ।
7। ঘষর্ণ কোণ কাকে বলে?
8 । তিনটি milling cutter এর নাম লেখ।
9। ফারেনহাইট স্কেলের পাঠকে সেলসিয়াস স্কেলে রূপান্তরের সূত্রটি লেখ।
10। ডিজেল চক্রের দক্ষতা নিণর্য়ের সূত্রটি লেখ।
11। লিস্ট কাউন্ট কি ?
12। বীমের প্রযোজ্য লোডের প্রকারভেদ লেখ।
13। ইস্পাত তৈরির তিনটি চুল্লির নাম লেখ।
14। Tempering কখন করা হয়?
15। Molding  প্যার্টান কাকে বলে?
              খ-বিভাগ, 15×2=30

1। লেদ মেশিনে tempering  এর চারটি পদ্ধতির নাম লেখ ।
2। ভরকেন্দ্র এবং কেন্দ্রের মধ্যে পার্থক্য লেখ।
3। কলামের জন্য  ইউলারের সূত্রটি লেখ।
4। ঢালাই এ "গ্যাস হোলের" দুটি কারন ও প্রতিকার লেখ।
5। BHN নির্ণয়ের সূত্রটি লেখ।
6। বার্ণোলির সূত্রের ব্যবহারিক প্রয়োগের তিনটি যন্ত্রের নাম লিখ।
7। হাইড্রোলিক টারবাইন ও পাম্পের মধ্যে পার্থক্য লেখ।
8। চারটি বয়লার মাউন্টিংস এর নাম লিখ।
9। সুপার হিটার ও ইকোনোমাইজারের কাজ কি ?
10 । টু-স্ট্রোক ও ফোর-স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখ।
11। পাচ প্রকার প্যাটার্ন  এলাউন্সের নাম লেখ।
12। 60 grade ইস্পাত  বলতে কি বুঝ?
13। Molding প্যার্টানের নেগেটিভ  এলাউন্স কখন বিবেচনা করা হয়?
14। CAD এবং CAM কি ?
15। E-60IR এর ব্যাখ্যা কর।
         গ-বিভাগ,5×5=25 (mathematics )

1। একটি নিরেট শ্যাফট 10kg/cm2 টর্ক পরিবহন করে। যদি শিয়ার পিড়ন 450kg/cm2 এর ঊর্ধ্বে না          যায় ,তবে শ্যাফটের ব্যাস কত হবে ?
2। নমনীয় ধাতুর পীড়ন-বিকৃতি ডায়াগ্রাম করে বিভিন্ন বিন্দু নির্দেশ কর।
3। সেন্টিফিউগাল পাম্প মিনিটে 5400 লিটার পানি 40 মিটার উচ্চতায় উঠায়। যদি দক্ষতা 75% হয়,           তবে উহার অশ্বশক্তি বাহির কর।
4।  একটি যৌগিক গিয়ার ট্রেন চারটি গিয়ার আছে............
5।   অটো চক্রের সংকোচন অনুপাত 12 এবং স্ট্রোক দৈর্ঘ্য 20cm , এর দক্ষতা নির্ণয় কর।

Post a Comment

2 Comments

Search This Blog