41. ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম লেখ।

ইঞ্জিনের বিভিন্ন অংশ::

১. সিলিন্ডার বোর:

সিলিন্ডার এর ব্যাস কে সিলিন্ডার বোর বলে।

২. স্ট্রোক:

সিলিন্ডারের মধ্যে পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত উঠানামার দূরুত্ব কে স্ট্রোক বলে।

৩. টি.ডি. সি:

Top Dead Centre অর্থাৎ পিস্টন উঠার সর্বোচ্চ সীমা কে বুঝায়।



৪. বি.ডি. সি:

Bottom Dead Centre অর্থাৎ পিস্টন নামার সর্বনিম্ন কে বুঝায়।

৫. পিস্টন ডিসপ্লেসমেন্ট (Piston Displacement):

পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে জায়গা এর মধ্যে উঠানামা করে সেই আয়তন কে পিস্টন ডিসপ্লেসমেন্ট বলে। একে অন্য কথায় সুয়েপ্ট ভলিউম (swept volume) বলে।

৬. ক্লিয়ারেন্স ভলিউম ( Clearance Volume):

সিলিন্ডারের মধ্যে পিস্টন টিডিসি তে থাকা অবস্থায় উপরের যে অংশে ফাঁকা জায়গা থাকে, যেখানে বাতাস ও জ্বালানির মিশ্রণ সংকুচিত হয় ও দহন হয় তাকে ক্লিয়ারেন্স ভলিউম বলে। 

Post a Comment

10 Comments

Search This Blog