Bangladesh power development Board (BPDB)
Sub-assistant engineer (Mechanical)
Full Marks-100 (Departmental-70, non-30)
ক- বিভাগ (15*1=15)
1. ফিউশন ওয়েল্ডিং কাকে বলে ?
2. আর্ক ওয়েল্ডিং কাকে বলে ?
3. থার্মিষ্টার কি ?
4. ভারসাম্যের শর্ত কয়টি ?
5. ইকোনমাইজার কি ?
6. কোন পদ্ধতিতে মুদ্রা তৈরি করা হয়?
7. ত্রিভূজের ভার কেন্দ্রে মোমেন্ট অব ইনারশিয়া নির্ণয়ের সূত্রটি লিখুন।
8. 4টি কাটিং ফ্লুইডের নাম লিখুন।
9. 3টি ইনসুলেটর এর নাম লিখুন।
10. ডাই এবং পাঞ্চ এর ক্লিয়ারেন্স কত রাখা হয়?
11. চিকন পাইপের স্থলে মোটা পাইপ ব্যবহার করলে পানির গতি বাড়বে না কমবে ?
12. ও কি ?
13. ট্যাম্পলেট বলতে কি বুঝ ?
14. ল্যাচিং কি ?
15. হাইস্পীড স্টীল বলতে কি বুঝায় ?
খ-বিভাগ (10*3= 30)
1. পাম্প ও টারবাইনের মধ্যে পার্থক্য কি ?
2. 5 প্রকার পাওয়ার প্লান্টের েনাম লিখুন।
3. লেদ মেশিনে কয়ভাবে টেপার করা যায়?
4. কোয়েঞ্চিং কি ? অক্সিজেন ও এসিটিলিন সিলিন্ডারে সাধারণত কত চাপে কি পরিমাণ গ্যাস থাকে ?
5. বয়লার মাউন্টিংস কি ?
6. এনিলিং ও নরমালাইজিং এর মধ্য পার্থক্য লিখ।
7. E 6013 বলতে কি বুঝ ?
8. CNC এর প্রধান অংশ গুলো লিখুন।
9. ভেনচুরি মিটারের নির্গমন সূত্রটি লিখুন।
10. মেকাট্রনিক্স সিস্টেমের উপাদান কি কি ?
গ- বিভাগ (5*5=25)
1. ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্চিনের পার্থক্য লিখুন।
2. পাওয়ার প্লান্ট এর একটা অংক ছিল।
3. 10 মি. মি. পুরু শিট 20 মি. িম. ছিদ্র করতে কত বলের প্রয়োজন ? ধাতুর সর্বোচ্চ টেনসাইল স্ট্রেস 3000 কেজি/বর্গ সে,.মি.
4. একটি কারনট ইঞ্জিনে 298.5 সে. ও -73 সে. তাপমাত্রার মাঝে কাজ করে। ইঞ্জিনটিতে 298.5 কিলো জুল সরবরাহ করলে উহা কততাপ ত্যাগ করবে ?
5. শ্যাফট এর একটি অংশ ছিল।
0 Comments