45. পাম্প স্লিপ, পাম্প প্রাইমিং , ক্যাভিটেশন এবং cop বলতে কি বুঝ?

পাম্প স্লিপ
রেসিপ্রোকেটিং পাম্পের তাত্ত্বিক নির্গমন ও প্রকৃত নির্গমন এর ব্যবধানকে পাম্প স্লিপ বলে।

পাম্প প্রাইমিং
সেন্ট্রিফিউগাল পাম্পের পাম্প কেসিং ও সাকশন লাইন বায়ুশূন্য করার পদ্ধতিকে প্রাইমিং বলে।

ক্যাভিটেশন
ক্যাভিটেশন এক প্রকার যান্ত্রিক ক্ষয় যা সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার ও কেসিং এ সংঘটিত হয়।

COP
কোন হিমায়ন যন্ত্রের রেফ্রিজারেটিং ইফেক্ট ও প্রয়োগকৃত কাজের অনুপাতকে তার কো ইফিসিয়েন্ট অব পারফরমেন্স বলে।

Post a Comment

4 Comments

  1. পাম্প এর বিভিন্ন অংশ এর নাম চিহ্ণিত করে ছবি চাই।

    ReplyDelete

Search This Blog