মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর গুরুত্বপূর্ন প্রশ্ন ‍ও উত্তর পর্ব - ৪

প্রশ্নঃ ইঞ্জিন এর নক ও ডেটনেশন বলতে কি বুঝ??

উত্তর: স্পার্ক ইগনিশন ইঞ্জিন এ স্বাভাবিক স্পার্ক হওয়ার পর কোন কারণে এয়ার ফুয়েল চার্জের শেষাংশ (End gas) আপনা আপনি জ্বলে উঠলে চাপের পার্থক্যের জন্য যে গ্যাস কম্পন সৃষ্টি হয় তার ফলে হাতুড়ির আঘাতের ন্যায় যে অবাঞ্চিত শব্দের সৃষ্টি হয় তাকে সাধারণ ভাবে ডেটনেশন বলে।
এবং ডেটনেশন এর ফলে ইঞ্জিনের সমস্ত যান্ত্রিক কাঠামোতে ঝাঁকুনির সৃষ্টি হয়। ফলে ইঞ্জিনের যন্ত্রাংশ এ যে অস্বাভাবিক শব্দের সৃষ্টি হয় তাকে নক বলে। সাধারন ভাবে নক এবং ডেটনেশন একই অর্থে পরিপূরক ভাবে ব্যবহার হয়। 

প্রশ্নঃ হিমায়ক কী?  আদর্শ হিমায়কের বৈশিষ্ট্য লিখ?

উ:হিমায়ক এক ধরনের প্রবাহী যা,নিম্ন চাপে তরল থেকে বাষ্পে পরিনত হওয়ার সময় প্রচুর পরিমান তাপ গ্রহন করে এবং উচ্চ চাপে বাষ্প থেকে তরলে পরিনত হওয়ার সময় তাপ হরায়। কোন বস্তুু বা স্থান হতে তাপ অপসরণেরর জন্য হিমায়ক ব্যবহৃত হয়।

১.স্ফুটনাঙ্ক।
২.হিমাঙ্ক।
৩.ঘনীভবনেরর চাপ।
৪.সুপ্ততাপ শোষণের ক্ষমতা অনেক বেশি হওয়া দরকার।
৫.আপেক্ষিক আয়তন কম হওয়া উচিত।
৬.তাপ পরিবাহী গুন বেশি হওয়া দরকার।
৭.আঠালতা কম হবে।
৮.বিদ্যুৎ পরিবাহী হবে না।
৯.বিষাক্ত হবে না।
১০.বিক্রিয়াহীন হবে।
১১.শিখা উৎপাদন করবে না।
১২.দুর্গন্ধ হবে না।
১৩.ছিদ্র নির্দেশ করার গুন থাকবে।
১৪.তেলের সাথে বিক্রয়া করবে না।
১৫.COP বেশি হবে।
১৬.ভালো হিমায়ক কখনো প্রজ্বলিত বা বিস্ফোরিত হবে না।

প্রশ্নঃ  ইঞ্জিন এর নক ও ডেটনেশন বলতে কি বুঝ??


উত্তর: স্পার্ক ইগনিশন ইঞ্জিন এ স্বাভাবিক স্পার্ক হওয়ার পর কোন কারণে এয়ার ফুয়েল চার্জের শেষাংশ (End gas) আপনা আপনি জ্বলে উঠলে চাপের পার্থক্যের জন্য যে গ্যাস কম্পন সৃষ্টি হয় তার ফলে হাতুড়ির আঘাতের ন্যায় যে অবাঞ্চিত শব্দের সৃষ্টি হয় তাকে সাধারণ ভাবে ডেটনেশন বলে।
এবং ডেটনেশন এর ফলে ইঞ্জিনের সমস্ত যান্ত্রিক কাঠামোতে ঝাঁকুনির সৃষ্টি হয়। ফলে ইঞ্জিনের যন্ত্রাংশ এ যে অস্বাভাবিক শব্দের সৃষ্টি হয় তাকে নক বলে। সাধারন ভাবে নক এবং ডেটনেশন একই অর্থে পরিপূরক ভাবে ব্যবহার হয়। 

প্রশ্নঃ সি.আই.ই বলতে কী বোঝায়?

উত্তর CIE = Compression Ignition Engine. (ডিজেল ইঞ্জিনকে বোঝায় )

Post a Comment

2 Comments

Search This Blog