বয়লার কাকে বলে উহা কত প্রকার ও কি কি?

ত্তরঃ নিরাপত্তা  ব্যবস্থা সহ যে আবদ্ধ পাত্রের ভেতর পানি রেখে তাতে তাপ প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে বয়লার বলা হয় ।

বয়লার সাধারনত ২ ধরনের হয়ে থাকে , যথা (ক) ফায়ার টিউব বয়লার এবং
(খ) ওয়াটার টিউব বয়লার ।
ফায়ার টিউব বয়লার গঠন প্রানালী জটিল এবং ব্যয়বহুল , খুব কম গতিতে স্টিম উৎপাদন এছাড়া এটা বিস্ফরন হলে ক্ষয়ক্ষতির পরিমান বেশি তাই বাংলাদেশে ওয়াটার টিউব বয়লার ব্যবহার করা হয় । ওয়াটার টিউব বয়লারের আগুন বাহিয়ে থাকে এবং পানি টিউব এর ভিতর থাকে আর ফায়ার টিউব বয়লারে আগুন টিউব এর ভিতর এবং পানি টিউব এর বাহিরে থাকে ।

প্রশ্নঃ সিলিন্ডারের মোট ভলিউম কি?

উত্তর: সুয়েপ্ট ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউম এর যোগফল কে মোট ভলিউম বলে।

Post a Comment

0 Comments

Search This Blog