মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর গুরুত্বপূর্ন প্রশ্ন ‍ও উত্তর পর্ব - ৫

প্রশ্নঃ ইঞ্জিনে কালো ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ সমূহ লেখ।

উত্তরঃ ইঞ্জিন Over Load or Low Load এ চললে, Compression Pressure কম হলে, Piston Ring ও Liner ক্ষয়প্রাপ্ত হলে, Fuel Injection Timing সঠিক না হলে, Valve Timing সঠিক না হলে, Tappet Clearance সঠিক না হলে, Injector
ত্রুটিযুক্ত হলে।

প্রশ্নঃ  ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলে?

উত্তরঃ পিস্টন TDC তে অবস্থান কালে উহার Top Level হতে সিলিন্ডার হেডের তলা পর্যন্ত মধ্যবর্তী স্থানের আয়তনকে
Clearance Volume বলে।

প্রশ্নঃ স্ক্যাভেঞ্জিং বলতে কী বোঝায়?


উত্তরঃ ইন্টেক এয়ারের সাহায্যে
Combustion Chamber হতে Exhaust Gas কে ধাক্কা দিয়ে বের করার পদ্ধতিকে
Scavenging বলে।

প্রশ্নঃ পরম শূন্য তাপমাত্রা কাকে বলে?

উত্তরঃ যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।

প্রশ্নঃ  প্রাইম মুভার কাকে বলে? কয়েকটি প্রাইম মুভারের নাম লেখ।

উত্তরঃ সকল যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে যান্তিক শক্তিতে রুপান্তর করে জেনারেটরকে ঘুরানো হয় ঐ সকল যন্ত্র বা যন্ত্রাংশকে প্রাইম বলে।
পেট্রোল ইঞ্জিন ,ডিজেল ইঞ্জিন ,স্টিম টারবাইন , গ্যাস টারবাইন ,ওয়াটার টারবাইন ,গ্যাস ইঞ্জিন ,সিএনজি ইঞ্জিন।

প্রশ্নঃ  সুপ্ত তাপ কী?

উত্তরঃ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রুপান্তর হতে যে তাপ গ্রহন বা বর্জন করে তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।

প্রশ্নঃ  কার্বুরেটর বলতে কী বোঝায়?

উত্তরঃ কার্বুরেটরকে পেট্রোল ইঞ্জিনের হার্ট বলা হয়। ইহা ইঞ্জিনের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুপাতে Air-Fuel Mixture
তৈরি করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে।

প্রশ্নঃ  ইঞ্জিনে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ সমূহ লেখ।

উত্তরঃ Combustion Chamber এ পানি প্রবেশ করলে, Fuel Contamination হলে, Engine Temperature মাত্রাতিরিক্ত হলে, Fuel Injection Timing Advanced হলে।

প্রশ্নঃ  ফুয়েল ইনজেকটরের কাজ কী? / ইনজেকটর কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ Injector এর কাজ Atomized Condition এ
Fuel কে Combustion Chamber এ স্প্রে করা।
তাই ইহাকে Atomizer ও বলা হয়ে থাকে।

Post a Comment

1 Comments

  1. It is a very important website to know mechanical engineering..

    ReplyDelete

Search This Blog