মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর গুরুত্বপূর্ন প্রশ্ন ‍ও উত্তর পর্ব - ৩

প্রশ্নঃ ইঞ্জিনে সুপার চার্জার কেন ব্যবহার করা হয়?/ সুপার চার্জার এর কাজ কী?

উত্তরঃ ইঞ্জিনের Volumetric Efficiency
বৃদ্ধির জন্য বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো Super Charger এর কাজ।

প্রশ্নঃ সাইকেল বলতে কী বোঝায়?

উত্তরঃ Crankshaft ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পর পর যে কার্য সম্পাদন করে তাকে Cycle বলে ।

প্রশ্নঃ টারবোচার্জার কি?

উত্তর: টারবোচার্জার হলো এমন এক প্রকার সুপার চার্জার যা সংকোচন যন্ত্রের সাধারণ shaft দ্বারা চালিত হয় এবং চার্জারের গঠন টারবাইন এর অনুরূপ বিধায় এ সুপারচার্জার কে টারবোচার্জার বা টার্বো-সুপারচার্জার বলা হয়। এটি এক প্রকার সেনট্রিফিউগল পরিকৃতির সুপারচার্জার। 
ALLABOUTDIPLOMA

প্রশ্নঃ স্কাভেনজিং (Scavenging) কি? 

উত্তর: এটি এমন এক প্রক্রিয়া যার মাদ্ধমে ব্লেয়ারের সংযোগ এ ইঞ্জিনের পোড়া গ্যাস টেনে বের করে নেয়া হয়। এটি ব্যবহার এ ইঞ্জিন এর ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাই। 

প্রশ্নঃ ইঞ্জিন কি? 

উত্তর: ইঞ্জিন মোটরযানের শক্তি উৎপাদনকারী যন্ত্র বা পাওয়ার প্লান্ট। এটি জ্বালানির থেকে তাপ শক্তি তৈরী করে সেই তাপ শক্তি কে যান্ত্রিক শক্তি রূপান্তর করে নিজে চলে ও অন্য কে চালায়। 

প্রশ্নঃ অটোমোবাইল কি?

উত্তর: অটোমোবাইল হলো রাস্তায় চলাচলকারী যানবাহন কে বুঝায় যার নিজস্ব শক্তি উৎপাদন কেন্দ্র বা ইঞ্জিন আছে। অটোমোবাইল এর জনক ক্যাপ্টেন নিকোলাস কাগনট।

প্রশ্নঃ ইঞ্জিনে সুপার চার্জার কেন ব্যবহার করা হয়?/ সুপার চার্জার এর কাজ কী?

উত্তরঃ ইঞ্জিনের Volumetric Efficiency
বৃদ্ধির জন্য বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো Super Charger এর কাজ।

প্রশ্নঃ ইঞ্জিনের কানেকটিং রডের কাজ লেখ।

উত্তরঃ ইহা Piston এর Reciprocating Motion কে Crankshaft এর Rotary Motion এ রুপান্তরিত করে এবং Combustion Chamber এ উৎপাদিত শক্তি ইহার মাধ্যমে Crankshaft এ স্থানান্তরিত হয়।

প্রশ্নঃ ডিজেল ইঞ্জিনে কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয়?

উত্তরঃ Pre-filter or Primary filter and secondary filter. এদের গঠন Duplex হলে একটি স্ট্যান্ডবাই রেখে অন্যটি ব্যবহার করা যায়।

প্রশ্নঃ টিডিসি ও বিডিসি এর অর্থসহ অবস্থান উল্লেখ কর।


উত্তরঃ TDC = Top Dead Center , BDC = Bottom Dead Center
Liner এর ভিতর Piston এর সর্বোচ্চ অবস্থানকে TDC এবং সর্বনিম্ন অবস্থানকে
BDC বলে।

প্রশ্নঃ পাম্প টাইমিং করতে হলে কী করা প্রয়োজন?

উত্তরঃ Fuel Injection Pump গিয়ার ট্রেন হতে বিযুক্ত অবস্থায় POPC (Point Of Port Closer) করে ১ নং পিস্টনকে কম্প্রশন স্ট্রোক(BTDC নির্দিষ্ট ডিগ্রিতে) রেখে পাম্প টি গিয়ার ট্রেনের সাথে যুক্ত করতে হবে।

Post a Comment

3 Comments

Search This Blog