Bangladesh Ordinance Factory Question 2021

BOF Mechanical question 2021

SAE Mechanical Question

Department =60

Non =40

Venue:BOF

Time =2 hour

 



1) কাস্টিং ও ফোর্জিং এর মধ্যে পার্থক্য

 

2) সলিড শ্যাফটের ব্যাস ৫০mm ও টর্ক ১০০০০ kg-m স্ট্রেস কত?

 

৩)চিত্র দেওয়া ছিল সর্বোচ্চ বেন্ডি মোমেন্ট চাইছে।

 

৪)ডিজেল সাইকেলের PV TS ডায়াগ্রাম অংকন কর।বাস্তব ডিজেল সাইকেল এর ডায়াগ্রাম অংকন কর।

SI ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র লেখ।

 

৫)আনুভূমিক মিলিং মেশিনের বিভিন্ন অংশের নাম লিখ।

এবং মিলিং মেশিনে ব্যবহৃত কাটিং টুলের নাম লিখ।

 

৬)একটি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন এর PV TS ডায়াগ্রাম অংকন কর।

এর COP নির্ণয়ের সূত্রটি লিখ।

 

বাংলাদেশ বিষয়াবলী

 

১)বাংলাদেশের অস্থায়ী সরকার কবে ওও কোথায় গঠিত হয়।

২)মুক্তিযুদ্ধ সময় সেনাপ্রধান কে ছিলেন।

বিগ্রেড ফোর্স কযটি.??

৩)শেখ মজিবুর রহমানের লেখা দ্বিতীয় বইয়ের নাম কি। শেখ মজিবুর রহমান শান্তিতে কি পুরষ্কার পেয়েছিলেন।

৪)

ক) শেখ মজিবুর রহমানের ডাক নাম কি..??

খ) বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি কে..?

গ) বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি??

ঘ) অস্থায়ী সরকারের প্রধান মন্ত্রী কে ছিলেন..??


Download question in PDF Click download Button




Post a Comment

0 Comments

Search This Blog