ইম্পালস টারবাইন এবং রি আকশন টারবাইনের মধ্যেপার্থক্য লিখ।


উত্তর:
ইম্পালস টারবাইনঃ
১. পানি থেকে প্রাপ্ত শক্তি প্রথমে গতিশক্তিতে
রুপান্তরিত হয়।
২. নজেল দ্বারা প্রবাহিত পানি বাকেটে bucket আঘাত
করে
৩.ভেন এবং হুইলের মধ্যে অতিরিক্ত বাতাস থাকলে
অসুবিধা হয়না।
৪. প্রবাহিত পানির চাপ সবসময় অপরিবর্তিত থাকে এবং
ইহা বায়ুর চাপের সমান থাকে।
৫.অপচয় ছাড়া প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব।



রি আকশন টারবাইনঃ
১. পানি থেকে প্রাপ্ত শক্তির কোন পরিবর্তন
হয়না।
২. পানিকে ব্লেড দ্বারা পরিচালিত করে ঘূর্নায়মান
ভানের উপর দিয়ে প্রবাহিত করা হয়।
৩. হুইল সবসময় পানি দ্বারা পূর্ন রাখতে হয়।
৪. ভেনের উপর দিয়ে যাওয়ার সময় চাপ পরিবর্তিত
হয়।
৫. অপচয় ছাড়া প্রবাহ নিয়ন্ত্রণ অসম্ভব।

Post a Comment

5 Comments

Search This Blog