ইঞ্জিন কাকে বলে ? ইঞ্জিনের শ্রেণীবিভাগ কর।

ইঞ্জিন বলতে মূলত সয়ংক্রিয় যন্ত্র কে বুঝায়। যা জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তিকে কাজে লাগিয়ে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য যন্ত্রাদি কে চালায়।
ইঞ্জিন দুই প্রকার।

১. আই সি ইঞ্জিন বা অন্তর্দহ ইঞ্জিন ( Internal Combustion Engine)।
- যে ইঞ্জিনের সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বা অন্তর্দেশে বাতাস ও জ্বালানির মিশ্রণ কে দহন ঘটিয়ে শক্তি উৎপাদন করে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে।

২. ই সি ইঞ্জিন বা বহির্দহ ইঞ্জিন (External Combustion Engine)।

- বহির্দেশে বাতাস ও জ্বালানির মিশ্রণ কে দহন ঘটানো। (Its Impossible).

আই সি ইঞ্জিন এর প্রকারভেদ::
■ জ্বালানি অনুসারে ৩ প্রকার
ক) পেট্রল বা গ্যাসোলিন ইঞ্জিন
খ) ডিজেল ইঞ্জিন
গ) গ্যাস ইঞ্জিন।

■ প্রজ্জলন অনুসারে ২ প্রকার
ক) স্পার্ক ইগনেশন
খ) কমপ্রেশন ইগনেশন

■ স্ট্রোক এর সংখ্যা এর উপর ২ প্রকার
ক) দুই স্ট্রোক
খ) চার স্ট্রোক

■ ভালভ এর অবস্থান অনুসারে ৪ প্রকার
ক) L Head বা সাইড ভালভ ইঞ্জিন।
খ) I-Head বা ইনলাইন ভালভ ইঞ্জিন।
গ) F-Head ইঞ্জিন।
ঘ) T-Head ইঞ্জিন।
সংক্ষেপে LIFT বলে। 

Post a Comment

0 Comments

Search This Blog