বুয়েট প্যাটার্ন এর পরীক্ষায় ডিপার্টমেন্ট থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে তাই পরীক্ষায় ভাল করতে হলে ডিপার্টমেন্ট খুব ভাল করে পড়তে হবে।
ডিপার্টমেন্ট এর গাণিতিক সমস্যা, বিভিন্ন সাইকেল,ডায়াগ্রাম এবং কিছু সংজ্ঞা পড়তে হবে।
এখন আসি আপনি কি কি বই পড়বেন:
1. Engineering Thermodynamic
2. Hydraulics
3. Strength of Materials
4. Engineering Mechanics (Applied Mechanics 1 & 2)
5. Power Plant Engineering
6. Engine Details
7. Machine Design
পরীক্ষায় ভাল করতে হলে আপনাকে অবশ্যই এই বইগুলোতে যে টপিক আছে সেগুলো ভাল করে পড়তে হবে। আমি এই বইগুলো টেকনিক্যাল প্রকাশনির বোর্ড বই পড়ছিলাম, পলিটেকনিক এ যে বইগুলো পড়ানো হয়। এই বইগুলো থেকে অংক এবং গুরুত্বপূর্ণ থিওরি পড়তে হবে।
জব এর পরীক্ষায় কেমন প্রশ্ন হয় তার উপর একটা ধারনা নিতে জব সলুশন দেখতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের জব সলুশন প্রচলিত আছে। যেমন ঃ
১। জালাল শিকদার জব সলুশন।
২। পারফেক্ট জব সলুশন।
৩। মেকালজি
১। জালাল শিকদার এর বই এর দাম ৪০০ টাকা নিবে।
আমি যদিও পারফেক্ট পড়ছিলাম এখন আমার কাছে মনে হয়ে মেকালজি সবথেকে ভাল হবে। কারন মেকালজির সামিম ভাই বইটা আপডেট করেন ।
এই বইগুলো পড়লে ডিপার্টমেন্ট এর গাণিতিক সমস্যা মোটামুটি শেষ হবে। প্রতি পরীক্ষাতে বুয়েট কিছু ব্যতিক্রম ডায়াগ্রাম এবং অংক দিয়ে থাকে। এসব ব্যতিক্রম অংক এবং ডায়াগ্রাম এর জন্য
Fundamentals of Mechanical Engineering by Emran Hossain বইটা দেখতে পারেন। রকোমারিতে বইটার দাম ৬১৬ টাকা নিবে।
বুয়েট ননটেক সাধারণত সহজ প্রশ্ন করে থাকে। ননের বাংলা এবং সাধারণ গণিত এর জন্য জর্জ
সিরিজ পড়তে পারেন। সাধারণ জ্ঞান এর জন্য MP3 সাখাওয়াত হোসেন এর
আর ইংরেজি এর জন্য English for Competitive exam কিনতে পারেন।
আর মানসিক দক্ষতার জন্য খাইরুল এর বই পড়তে পারেন। বইটির দাম রকোমারিতে ৩৫৩ টাকা দাম নিবে।
কোন কোন বইয়ের কোন কোন টপিক পড়বেন এসব নিয়ে পরে আর একটা পোস্ট করব ইনশাআল্লহ।
0 Comments