42. ইন্ডিকেডেট হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার এবং ফ্রিকশনাল হর্স পাওয়ার কাকে বলে?

ইন্ডিকেডেট হর্স পাওয়ার (Indicated horse power or IHP)
ইঞ্জিনে দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানির দহন ঘটার পর যে ক্ষমতা অর্জিত হয় তাকে IHP বলে।
IHP=PLANK
P- কার্যকরী চাপ সিলিন্ডার এর
L- স্ট্রোক এর দৈর্ঘ
A- সিলিন্ডার এর ক্ষেত্রফল
N- ক্রাঙ্কসফট এর ঘূর্ণন সংখ্যা, চার স্ট্রোক হলে দুই দ্বারা ভাগ হবে। অর্থাৎ IHP নির্ণয়ে N এর মান দুই স্ট্রোক ইঞ্জিন এর সময় ক্রাঙ্কসফট এর ঘূর্ণন সংখ্যা অর্ধেক নিতে হবে। এছাড়া মিসফায়ারের স্ট্রোক সংখ্যা বাদ দিতে হবে। অর্থাৎ যে গুলো স্ট্রোক মিসফায়ার হবে সে গুলো বাদ দিয়ে এইবার দুই দ্বারা ভাগ।
K- সিলিন্ডার সংখ্যা। 


ব্রেক হর্স পাওয়ার (Brake horse power or BHP):
ইঞ্জিন সিলিন্ডারে যে ক্ষমতা উৎপন্ন হয় (IHP) সেটা সম্পূর্ণ কার্যক্ষেত্রে পাওয়া যায় না। ইঞ্জিনের ক্রাঙ্কসফট এ যে ক্ষমতা পাওয়া যায় তাকে BHP বলে।
BHP= 2×পাই×nT 


ঘর্ষণ জনিত হর্স পাওয়ার (Frictional Horse Power): 
ইঞ্জিন সিলিন্ডারের উৎপন্ন ক্ষমতা বিকিরণ, সংস্পর্শ, ঘর্ষণ এর ফলে যে অংশ নষ্ট হয় তাকে ঘর্ষণ জনিত হর্স পাওয়ার বলে।
FHP=IHP-BHP 

Post a Comment

0 Comments

Search This Blog