উত্তরঃ
বয়লার মাউন্টিংস:
বয়লার মাউন্টিংস হচ্ছে বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠভাবে কাজ করতে পারে না!
৫টি বয়লার মাউন্টিংসের নাম:-
১। সেফটি ভালবস(Safety valves)।
২। স্টপ ভালবস(stop valves)।
৩। ফিড চেক ভালবস(Feed check valves)।
৪। প্রেশার গেজ(pressure gauge)।
৫। ওয়াটার লেভেল ইন্ডিকেটর
1 Comments
আস্সালামু আলাইকুম।কমেন্ট করার জন্য শুকরিয়া। আমার ওয়েভ সাইট ঘুরে আসুন,অনেক কিছুই আপনার প্রয়োজনে আসতে পারে।যেকোনো স্টিম বয়লার,বয়লার বার্নার,বয়লার কেমিক্যাল,কার্বন মাইল্ড স্টিল সীমলেস টিউব,স্টিম বাল্ব,স্টিম বয়লার গেজ গ্লাস,ব্লু ডাউন বাল্ব,প্রেসার কন্ট্রোলার,সেপ্টি বাল্ব, প্যানেল বোর্ড,পাম্প মোটর,থার্মো অয়েল সাপ্লাই,জেনারেটর বিক্রি করা হয়,বয়লার ফায়ার টিউব বদলানো, থার্মো বয়লার লিকেস সারানো,বয়লার কেমিক্যাল ওয়াশ,পাইপ লাইন কাজ করা হয়।
ReplyDeleteস্টিম বয়লার ফায়ার টিউব এবং থার্মো বয়লার টিউব রিফারিং করা হয়।