Power grid company of Bangladesh (PGCB), 2018
Time-1 hour
Department- mechanical,electrical and civil
mark- 100
Exan held under DUET
১। নিচের শব্দগুলোর অর্থ লিখুনঃ
অপলাপ, বিরাগী।
২। সন্ধি বিচ্ছেদ করুনঃ
পদ্ধতি, অন্যান্য।
৩। বাক্য সংকোচন করুনঃ
আরাধানার যোগ্য, সকলের জন্য প্রযোজ্য।
৪। ইংরেজি করঃ
সে কোন দেশের লোক ?
সে কেবল ঘুমাত আর কিছুই করত না।
৫। বাংলা শব্দগুলোর ইংরেজি অর্থ লিখুনঃ
স্থাপত্য, নিঃস্বরন।
৬। Write down the adjective of the following words:
Cooperate, Manage
৭। উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত ? এখানে কি পাওয়া গিয়েছে ?
৮। নিম্নলিখিত আঞ্চলিক সংস্থাগুলোর পূর্ণরূপ লিখুনঃ
SAARC, ASEAN
৯। ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন কে ? তার জন্মস্থান কোথায় ?
১০। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল ?
১১। জাতিসংঘের মহসচিবের নামি কি ? তিনি কোন দেশের নাগরিক ?
১২। নিম্নলিখিত দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
রাশিয়া, ভুটান
১৩। অপারেশন সার্চ লাইট কি ? কত সালের কত তারিখে উহা সংঘটিত হয় ?
১৪। সার্ক ইউনিভার্সিটি কোথায় অবস্থিত ?
১৫। SDG শব্দের পূর্ণরূপ কি ?
১৬। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?
১৭। কক্সবাজারের মহেষখালীর মাতারবাড়িতে কি ধরনের ও কত মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে ?
১৮। বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোন দেশ ?
১৯। বাংলাদেশের নির্মাণাধীন একমাত্র পারমাণবিক বিদু্্যৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এর ক্ষমতা কত ?
২০। একটি বাড়িতে 80 ওয়াটের দুটি ফ্যান দৈনিক 10 ঘন্টা করে চললে, এক মাসে কত ইউনিট বিদু্্্যত খরচ হবে ?
২১। একটি সংখ্যাকে 12.5% বাড়ালে এবং 25৫ কমালে পার্থক্য হয় 30। প্রকৃত সংখ্যাটি কত ?
২২। একটি বৃত্তের পরিধি 50.27 সে.মি. হলে , বৃত্তটির ক্ষেত্রফল কত হবে ?
২৩। চিত্রে y এর মান কত ?
২৪। প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কত হবে ?
২৫।
2 Comments
Vary nice
ReplyDeleteHow do you choose the best choose the best service among the ones listed here? https://vancouverseo.net/seo-for-small-business/
ReplyDelete