Bangladesh Power Development Board question 2021

 Bangladesh Power Development Board 

SAE Mechanical exam question 2021

Venue:BUET

Mark:100





★ডিপার্টমেন্ট সলিউশন।
১. C=82.5%, Mark(10)
H=12.1%,
O= 45.6%
S=1.2% ফুয়েলের উপাদান।
এই ফুয়েলকে সম্পূর্ণ দহনে কত কেজি বাতাস লাগবে?
সমাধানঃ
চিত্র নাম্বার ৩ এর মত শুধু সালফার যোগ হবে।
২. একটি ইঞ্জিনের ফায়ারিং অর্ডার 1-3-4-2 হলে সিলিন্ডারের অবস্থান নির্নয় কর? Mark(10)
সিলিন্ডার ১= সাকশন
সিলিন্ডার ২=
সিলিন্ডার ৩=
সিলিন্ডার ৪=
সমাধানঃ
সিলিন্ডার ১=সাকশন
সিলিন্ডার ২=কম্প্রেশন
সিলিন্ডার ৩= এগজস্ট
সিলিন্ডার ৪=পাওয়ার
[ব্যাখ্যা উপরে এবং ফায়ারিং অর্ডার ১-৩-৪-২ অনুসারে ১ নাম্বার চিত্রের Row 3 (firing cylinder 4) এর কন্ডিশন অনুযায়ী]
৩.একটি রেফ্রিজারেটর এর ক্যাপাসিটি 2 টন এবং COP ৩.২ ও বিদ্যুতের প্রতি ইউনিট ১০ টাকা হলে প্রতি ঘন্টায় বিদ্যুত খরচ কত? Mark(5)
সমাধানঃ
Q=2*3.5=7kw
COP=3.2
Per unit=10 taka.
COP=Q/W
W=Q/COP
=2.1875kw
=2.1875*10
=21.875 taka (ans)
৪. একটি ৪ সিলিন্ডার ইঞ্জিনের বোর ৫৯ মিমি,স্ট্রোক ৭৭ মিমি cc কত ? Mark(5)
সমাধানঃ
Vs=ALK
=842.06 cc or cm^3 (ans)
৫.ড্রইং এর ফ্রন্ট ভিউ আর অবজেক্টের আয়তন বের করতে হবে। Mark(10)
সমাধানঃ
চিত্র নাম্বার ২
৬.একটি পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহের বেগ ১০ m/s এবং পাইপের ব্যাস ১০০mm হলে প্রতি ঘন্টায় নির্গমন কত? Mark(5)
সমাধানঃ
Q=av
=0.0785 m^3/s
=282.74 m^3/hr (ans)
৭. ২ কেজি পানির ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে কী পরিমান তাপ শক্তি লাগবে? Marl(5)
সমাধানঃ
পানির আপেক্ষিক তাপ
=1cal/gm°c
=1*4.2j/gm°c [1cal=4.2j]
=4.2j/gm°c
=4.2/0.001 j/kg°k [1gm=0.001kg] [ temperature different 1°c=1°k]
=4200j/kg°k (SI unit)
=4200/1000 kj/kg°k
=4.2kj/kg°k [1kj=1000j]
Data,
Mass(m)=2kg=2000gm
Temperature
T1=0°C or (0+273)=273°K
T2=2°C or (2+273)= 275°k
Q=ms(T2-T1)
=৪০০০cal/৪kcal/১৬.৮kj/১৬৮০০j
( পানির আপেক্ষিক তাপ বা একক রুপান্তর অনুসারে উত্তর যেকোনো একটা)
৮.একটি শ্যাফট এর টর্ক ১০,০০০ kg-m,শিয়ার স্ট্রেস ৪৫০ kg/cm^2 হলে শ্যাফটের সর্বনিম্ন ব্যাস কত?
Mark(10)
সমাধানঃ
Ss=16T/πd^3
=0.22m (ans)






★ফায়ারিং অর্ডার কি?
ইন্টার্নাল কম্বাশন ইনলাইন ইঞ্জিনের ফায়ারিং অর্ডার হল ইঞ্জিন সিলিন্ডারের প্রজ্জ্বলন (Ignition) সিকুয়েন্স যা থেকে বোঝা যায় কোন সিলিন্ডারে কখন ফায়ার(অগ্নি ফুল্কি) করে সিলিন্ডারের মধ্যে বিস্ফোরণ (Explosion) করে পাওয়ার স্ট্রোক পাওয়ার যায়।
★ফায়ারিং অর্ডার বুঝতে হলে যে বিষয়গুলো জানা জরুরি।

১. ৪ স্ট্রোক সাইকেল অর্থাৎ সাকশন স্ট্রোক>কম্প্রেশন স্ট্রোক>পাওয়ার স্ট্রোক>এগজস্ট স্ট্রোক। এই স্ট্রোকগুলো চক্রাকারে চলতে থাকে।
উদাহরণ
i)এগজস্ট>সাকশন>কম্প্রেশন>পাওয়ার( চিত্র ১ এর কলাম ২ দ্রষ্টব্য)
ii)কম্প্রেশন>পাওয়ার>এগজস্ট>সাকশন(চিত্র ১ এর কলাম ৩ দ্রষ্টব্য)
iii)পাওয়ার>এগজস্ট>সাকশন>কম্প্রেশন( চিত্র ১ এর কলাম ১ দ্রষ্টব্য)

২. সাকশন ও পাওয়ার স্ট্রোকের সময় পিস্টন উপর থেকে নিচের দিকে যায়। বা TDC থেকে BDC.
আবার কম্প্রেশন ও এগজস্ট স্ট্রোকের সময় পিস্টন নিচ থেকে উপরে যায়। বা BDC থেকে TDC.

৩. ক্রাংকশ্যাফট এর আবর্তন ও পিস্টন এর কার্যকরী স্ট্রোক।
৪.Row=আনুভূমিক লাইন কলাম=উলম্ব লাইন।
৪. ১ নং চিত্রটি ভালমতো পর্যবেক্ষণ করা।
★কিছু তথ্য।
৪ স্ট্রোক ইঞ্জিনের ফায়ারিং অর্ডার =720°-Number of cylinder [crankshafts 2 revolution=720°]
=720°-4
=180°
এই থেকে বোঝা যায় ক্রাংকশ্যাফটকে ১৮০° ঘুরাতে সিলিন্ডারে একবার ফায়ার করতে হবে। তাহলে ক্রাংকশ্যাফটকে ২ বার ( 720°) ঘুরাতে ফায়ারিং প্রয়োজন ৪ বার।

Download Solution Pdf Click downlaod button




★ফায়ারিং অর্ডার ১-৩-৪-২ বলতে কি বোঝায়?

যদি পাশাপাশি ৪ টি সিলিন্ডার রাখা হয় তবে ১-৩-৪-২ ফায়ারিং অর্ডার অনুযায়ী প্রথমে ১ নাম্বার সিলিন্ডারে ফায়ার হবে পরে ৩ নাম্বার পরে ৪ ও সর্বশেষ ২ নাম্বার এ। আর ফায়ার হবার পরই সেই পিস্টন গুলো পাওয়ার স্ট্রোক হিসেবে নিচের দিকে নামতে থাকবে (Row 1এর ১ নাম্বার সিলিন্ডার এর চিত্র দ্রষ্টব্য)
*আর ১নাম্বার চিত্রে সবগুলো সিলিন্ডার Row,Column অনুযায়ী খেয়াল করলে দেখা যাবে সব সিলিন্ডার একটি সাইকেল অনুযায়ী চলছে।
Row 1 er ৪ টি সিলিন্ডারই আসল। বাকিগুলা ফায়ারিং এর অবস্থান বুঝাতে দেয়া হয়েছে।
আবার ১ এর পরে ৩ নাম্বার সিলিন্ডার এ ফায়ারিং হবে তাই সেটা কম্প্রেশন স্ট্রোকে থাকবে ( Row 1 এর ৩ নাম্বার সিলিন্ডার এর চিত্র দ্রষ্টব্য)
এবার ৩ নাম্বার সিলিন্ডার এ ফায়ারিং এর পালা তাই সেটা কম্প্রেশন স্ট্রোক শেষ করে TDC তে অবস্থান করছে। ফায়ারিং এর ফলে সেটা নিচের দিকে পাওয়ার স্ট্রোক হিসেবে নামছে (Row 2 (firing cylinder 3) চিত্র দ্রষ্টব্য)
নিচের টুকু ভালোমতো বুঝতে হবে কারণ এটাই পিডিবির ফায়ারিং অর্ডার সলুউশন।
ফায়ারিং অর্ডার অনুযায়ী ৩ নাম্বার সিলিন্ডার এর পর ৪ নাম্বার সিলিন্ডার এ ফায়ারিং হবে তাই সেটা পাওয়ার স্ট্রোকের আগের স্ট্রোক কম্প্রেশন স্ট্রোকে অবস্থান করবে। (Row 2 এর ৪ নাম্বার সিলিন্ডার দ্রষ্টব্য)
এবার ৪ নাম্বার সিলিন্ডার এ ফায়ারিং এর পালা। কম্প্রেশন স্ট্রোক শেষে ৪ নাম্বার সিলিন্ডার এ ফায়ারিং এর ফলে পাওয়ার স্ট্রোক হিসেবে নিচের দিকে নামবে। (Row 3 (firing cylinder 4 ) চিত্র দ্রষ্টব্য )
*এখানে পিডিবির প্রশ্ন ছিল পিস্টন এর অবস্থান ২,৩,৪ সিলিন্ডার এ কোন স্ট্রোকে ছিল।
সিলিন্ডার ১=সাকশন
সিলিন্ডার ২=?
সিলিন্ডার ৩=?
সিলিন্ডার ৪=?
১ম চিত্রটির (Row 3 (firing cylinder 4) খেয়াল করলে দেখা যাবে যে
১ নাম্বার সিলিন্ডার সাকশন স্ট্রোকে।
২ নাম্বার সিলিন্ডার কম্প্রেশন স্ট্রোকে।
৩ নাম্বার সিলিন্ডার এগজস্ট স্ট্রোকে এবং
৪ নাম্বার সিলিন্ডার পাওয়ার স্ট্রোকে (ফায়ারিং হবার পর)
অন্যান্য Row এর প্রথম সিলিন্ডার এর অবস্থান খেয়াল করলে দেখা যাবে যে শুধুমাত্র (Row 3) এর ১ম সিলিন্ডার সাকশন স্ট্রোকে আছে তাই। (Row 3) er কন্ডিশন অনুযায়ী উত্তর হবে
সিলিন্ডার ১=সাকশন।
সিলিন্ডার ২=কম্প্রেশন।
সিলিন্ডার ৩=এগজস্ট।
সিলিন্ডার ৪=পাওয়ার
★অনেকের মনে প্রশ্ন আসতে পারে ফায়ারিং অর্ডার সিরিয়ালি ১-২-৩-৪ এমন হয়না কেন?
এমন না হবার কারণ হল
১. ফোর্স ব্যালেন্স করা
২. ভাইব্রেশন কমানোর জন্য।
৩. কুলিং সিস্টেম ব্যালেন্স করার জন্য।
৪. ব্যাক প্রেসার না হবার জন্য।


*গুগলে বাংলায় কোন ফায়ারিং অর্ডার নিয়ে আর্টিকেল নাই। নিজ জ্ঞান এবং তথ্য বিভিন্ন উৎস হতে সংগ্রহ করা তাই ভুল হলে ক্ষমাপ্রার্থী।
Post Credit MD MIRAJUL ISLAM

Post a Comment

0 Comments

Search This Blog