Choose Your Right career

 ১। যদি আপনার ডুয়েট এডমিশন ফরম তোলার মত যথেষ্ট CGPA থাকে এবং আপনার অর্থনৈতিক কোন সমস্যা না থাকে তাহলে আপনার ডুয়েট এডমিশন এ যাওয়া উচিত। 


অনেকেই ভাবে আমি ডুয়েট এ চান্স পাব না তাই ডুয়েট এডমিশন এ যাওয়ার দরকার নাই। এমনটা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। ডুয়েট এডমিশন এ গেলে আপনি যদিও ডুয়েট এ চান্স না পান আপনি সরকারি চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবেন। তাই আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই এডমিশন এ যাবেন। 



২। অনেকেই ভাবে আমি এডমিশন এর এত প্যারা নিব কেন আমার তো মূল লক্ষ্য জব প্রিপারেশন। আপনার মূল লক্ষ্য জব প্রিপারেশন হলেও আপনার এডমিশন এ যাওয়া উচিত। এডমিশন এর একজন students যেভাবে পড়ালেখা করবে , জব প্রিপারেশন এ থেকে আপনি কখনও তার মত পড়ালেখা করতে পারবেন না। একবার হলেও আপনি এডমিশন এ থাকেন তারপর শুধু জব প্রিপারেশন এ থাকেন।



 পলিটেকনিক হিসেবে BPI বাংলাদেশের সেরা পলিটেকনিক গুলোর মধ্য অন্যতম। যখন বিভিন্ন পরীক্ষার রেজাল্ট হয় । যেমনঃ ডুয়িট এডমিশন , বিভিন্ন চাকরির পরীক্ষার রেজাল্ট, তখন যদি দেখি বগুড়া পলিটেকনিক এর ছাত্র ছাত্রী আছে তখন মনটা আনন্দে ভরে যায়। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসে গিয়ে যখন বগুড়া পলিটেকনিক এর STUDENT খুঁজে পাই তখনকার যে ভাল লাগা তা বলে বুঝানো যাবে না। 


কিন্তু দুঃখের বিষয় হল, পলিটেকনিক হিসেবে আমাদের ইন্সটিটিউট যতটা উন্নত, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের পলিটেকনিক এর ছাত্রছাত্রীরা ততটা সফল না। অথচ বাংলাদেশে আমাদের পলিটেকনিক এর মত এত সুন্দর ক্যাম্পাস এবং রাজনীতি মুক্ত পরিবেশ বাংলাদেশের আর কোথাও নেই। 


বিভিন্ন চাকরির পরীক্ষার পর যখন বিভিন্ন পলিটেকনিক এর student পোস্ট করে যে, আমাদের পলিটেকনিক থেকে এতজন চাকরি পাইছে। তখন খুব খারাপ লাগে আমার পলিটেকনিক থেকে বেশি চাকরি পাইল না কেন, আমার পলিটেকনিক থেকে ডুয়েট এ বেশি চান্স পাইল না কেন?


আমাদের পলিটেকনিক এর ছাত্রছাত্রীদের কোয়ালিটি অনেক ভাল । কিন্তু কিছু গ্যাপ এর কারনে আমাদের পলিটেকনিক এর ছাত্রছাত্রীরা পিছিয়ে যাচ্ছে। 


BPI এর ছাত্রছাত্রীদের পিছিয়ে অন্যতম কারন হল আমাদের কার্যকর Alumni association না থাকা। এবং আমাদের পলিটেকনিক এর ছাত্রছাত্রীদের মধ্য আত্মবিশ্বাস অনেক কম। 


সারাদিন ফেসবুকে সময় নষ্ট না করে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করেন। এতে আপনার connectivity বাড়বে। আপনি যত বেশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন আপনি তত বেশি তথ্য জানতে পারবেন। আপনি যত বেশি তথ্য জানতে পারবেন আপনার সফল হবার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। কথায় আছে, Information is wealth. 


আপনি যদি ডুয়েট এ পড়তে চান । তাহলে যারা ডুয়েট এ পড়ে বা ডুয়েট এডমিশন এ আছে এমন কাউকে ফেসবুকে বন্ধু বানান । তাদের সাথে পরিচিত হবার চেষ্টা করেন তাদের কাছে জানতে চান আপনি কি করলে ডুয়েট এডমিশন এ ভাল করতে পারবেন। 


আবার আপনি যদি সরকারি চাকরি বা কোম্পানির চাকরি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করতে চান তাহলে ফেসবুকে সেই কোয়ালিটির পলিটেকনিক এর বড় ভাই ফেসবুক বন্ধু খুঁজেন এবং তাদের সাথে আপনার connectivity বাড়ান। 


উনাদের সাথে আপনি ভাল সম্পর্ক তৈরি করেন। উনাদের থেকে পরামর্শ নেন। কিন্তু এমন কিছু করবেন না যাতে উনারা বিরক্ত হয়। 


আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাই আপনার আচরণ অবশ্যই এমন হওয়া উচিত নয় যেন আপনার জন্য অন্য কেউ বিরক্ত হয়। 


অপরিচিত কোন বড় ভাই বা ফেসবুক এর বন্ধুর সাথে পরিচিত হবেন। কিন্তু প্রথমেই তাদের কাছে চাকরি চাইবেন না, ফোন নাম্বার চাইবেন না,কত টাকা বেতন পায় তা জানতে চাইবেন না, আবার ফোন নাম্বার থাকলেও এমন সময় ফোন করবেন না যাতে আপনাকে সাহায্য করার পরিবর্তে বিরক্ত হয়। যেমনঃ গভীর রাতে ফোন করা, অনেক সকালে ফোন করা । আপনার যদি ফোনে কথা বলতে হয় তাহলে Facebook এ মেসেজ দিয়ে জেনে নিবেন উনি কখন ফ্রি আছে এবং কখন কথা বলতে পারবে তখন কথা বলবেন। 


তাছাড়া দেখা গেল আপনাকে সাহায্য করার পরিবর্তে আপনার উপর বিরক্ত হয়ে গেল। 


বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে আমি DPI এর কিছু Students এর সাথে ছিলাম। ওদের কোয়ালিটির সাথে তুলনা করে মনে হইছে আমাদের পলিটেকনিক এর ছাত্রছাত্রীরা অনেক ভাল। কিন্তু দুঃখের বিষয় হল পাশ করার পর DPI এর একজন খারাপ ছাত্র, যে কোন রকমে পাশ করছে। সে কোথাও জব না পাইলেও মেঘনা , বসুন্ধরা বা স্কয়ার গ্রুপ এ জব করতেছে। 


কিন্তু আমাদের পলিটেকনিক এর ভাল students ভাল রেজাল্ট করার পরেও অথৈ সমুদ্রের মধ্য হাবুডুবু খাইতে থাকে। 


ফাইনাল রেজাল্ট হয়ে গেল এখন অনেক গুরুত্বপূর্ণ সময় আপনি কি করবেন, আপনি কি হবেন ভবিষ্যতে? এখনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 


সময় অনেক মূল্যবান জিনিস। সময় নষ্ট করলে পরে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। 


আপনি কি করবেন?


১।ডুয়েট এর জন্য এডমিশন কোচিং করবেন?


২।জব প্রিপারেশন এ যাবেন ? 


৩।বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করবেন?


৪।কোম্পানির চাকরি করবেন , পাশাপাশি বিএসসি করবেন?


৫।কোম্পানির চাকরি করবেন পাশাপাশি জব প্রিপারেশন নিবেন?


Your career 

             Your decision...


ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। 




Post a Comment

0 Comments

Search This Blog