NPCBL Circular

 Mechanical Department এর ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। ইতিহাসের সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Nuclear Power Plant Company of Bangladesh Limited. 


Senior Sub assistant Engineer =07


যারা দীর্ঘদিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছেন এবং পাশাপাশি পড়ালেখা টুকটাক চালিয়ে যাচ্ছেন । তাদের জন্য Senior Sub assistant engineer এই পোস্ট। এই পোস্ট এ পরীক্ষা তুলনামূলক সহজ কিন্তু এই পদের জন্য অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। 


Junior Executive Trainee =61


যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কোন অভিজ্ঞতা নাই। রেজাল্ট এবং প্রস্তুতি অনেক ভাল তাদের জন্য Junior Executive Trainee এই পদ।


Technician =76


যাদের পড়ালেখার অনেক দিন বন্ধ অভিজ্ঞতা আছে তারা Technician পদে আবেদন করতে পারেন। এই পদের কোন রিটেন পরীক্ষা হয় না। বুয়েট এ প্রাক্টিক্যাল পরীক্ষা এবং ভাইভা হয়। 


Junior Technician =99


যাদের রেজাল্ট খারাপ এবং প্রস্তাতি ভাল না । তারা Junior Technician পদে আবেদন করতে পারেন। এই পদে চাকরি পাওয়া তুলনামূলক সহজ।


মেকানিক্যাল এর সকল পদের লিখিত পরীক্ষা BUET এ অনুষ্ঠিত হবে। শুধু টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষা হবে না। 


মোট 100 মার্ক এর পরীক্ষা হবে। ডিপার্টমেন্ট থেকে 90 মার্ক থাকবে । ডিপার্টমেন্ট এর গাণিতিক সমস্যা, বিভিন্ন ডায়াগ্রাম এবং MCQ . 


আর বাংলা, ইংরেজি,সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান থেকে 10 মার্ক এর MCQ থাকবে। 


কোন তথ্য জানার থাকলে নক করবেন।


ভুল ত্রুটি ক্ষমার সু




ন্দর দৃষ্টিতে দেখবেন।

Post a Comment

0 Comments

Search This Blog