পাওয়ার ফাক্টর: এ.সি সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
অথবা
অ্যাকটিভ পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
অথবা
কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণ ϴ হলে,পাওয়ার ফ্যাক্টর (pf) = Cosϴ
অথবা
অ্যাকটিভ পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
অথবা
কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণ ϴ হলে,পাওয়ার ফ্যাক্টর (pf) = Cosϴ
পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার৷যথা
①ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Lagging Power Factor) ②লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power Factor) ③ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor)
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর: এসি. সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাকটিভ লোড বেশী হলে, কারেন্ট ভোল্টেজের পরে অবস্থান করে, সার্কিটের এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে।
লিডিং পাওয়ার ফ্যাক্টর : এ. সি সার্কিটে ইন্ডাকটিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোড বেশী হলে, ভোল্টেজ কারেন্টের পরে অবস্থান করে, সার্কিটের এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে।
ইউনিটি পাওয়ার ফ্যাক্টর: এ.সি সার্কিটে ইন্ডাকটিভ লোড ও ক্যাপাসিটিভ লোড সমান হলে, ভোল্টেজ ও কারেন্ট একসাথে অবস্থান করে, সার্কিটের এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে।
3 Comments
Thanks
ReplyDeletethanks
ReplyDeletePlay online casino games in South Africa
ReplyDeleteThe BetVictor Group operates a gaming หารายได้เสริม company and a gaming brand, BetVictor has more than 80 샌즈카지노 employees. The company is in kadangpintar operation in the