Junior Technician Question 2023

 কিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড

Nuclear Power Plant company Bangladesh Limited

Post: Junior Technician (Mechanical)  (2023)

Venu: Buet

Time:1 Hour                                                                                                               Full Mark:100

ডিপার্টমেন্ট লিখিত: 50

১। ফাউন্ডির প্রধান ৩ টি ধাপ কি কি ?

২। প্যাটার্নে সংকোচন এলাউন্স রাখা হয় কেন ?

৩। একটি সিলিন্ড্রিক্যাল আকৃতির ক্রসিবল উচ্চতা ব্যাসের দুই গুণ। এতে ৩৬0000 ঘন সেমি তরল পদার্থ রাখা যায়। এটার ব্যাস নির্ণয় কর ?

৪। একটা সিলিড্রিক্যাল পাইপের মধ্যে শ্যাফট সমান্তরালে চলতে পারে এবং ঘুরতে পারে। কি উপায়ে শ্যাফট সমান্তরালে চলতে পারবে না এবং ঘুরতে পারবে না ? চিত্র অংকন করে দেখাও। 

৫। জিগ ডায়ামিটার কেন রাখা হয় ?

৬। গিয়ার ড্রাইভের তুলনায় বেল্ট ড্রাইভের ২টি সুবিধা ও অসুবিধা লিখ।

৭। L মিটার র্দৈঘ্য D মিটার ব্যাস বিশিষ্ট একটি বস্তুর উপর F বল প্রয়োগ করলে র্দৈঘ্য প্রসারণ,সঞ্চিত শক্তি L,F,D এবং E এর মাধ্যমে প্রকাশ কর। ইয়াং মডুলাস E(N/M2).

৮। জীগ ও ফিক্সচারের প্রধান পার্থক্য লিখ।

৯। প্রচলিত মেশিনের সাথে তুলনা করে মেশিনের সুবিধা ও অসুবিধা লিখ। নিম্নোক্ত পয়েন্ট বিবেচনা করে: দাম, ডিজাইনের পরিবর্তন, টুল লাইফ,জিগের প্রয়োজনীয়তা, প্রোডাকশন রেট, দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা। 

ডিপার্টমেন্ট MCP Part  : (5*4)=20


Post a Comment

0 Comments

Search This Blog