Electricity Generation company of Bangladesh
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ
পদের নামঃ উপসহকারী প্রেকৌশলী (মেকানিক্যাল)
তারিখঃ 20/01/2023
পরীক্ষার কেন্দ্রঃ বুয়েট
১। ক) একটি ইয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেলের প্রক্রিয়াগুলো লেখ।
খ) একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 16। প্রাথমিক তাপমাত্রা এবং চাপের পরিমাণ 350K ও 0.2MPa । সর্বোচ্চ তাপমাত্রা 2500K হলে, কাট অফ রেশিও এবং দক্ষতা নির্ণয় কর। Cp=1kj/kgk এবং Cv=0.707 kj/kgk
২। ক) ভেপার এবজরবশন রেফ্রিজারেশন সেস্টেমের বিভিন্ন অংশগুলোর নাম লিখ।
খ) বয়লারে ইকোনোমাইজার কেন ব্যবহার করা হয় ? একটি ইকোনোমাইজারের চিত্র এক দেখাও।
৩। চিত্রের রডটির স্লোপ ও লোড ডিফ্লেকশন নির্ণয় কর।
৪। চিত্রে বল 1KN হলে দৈর্ঘ্য কি পরিমান বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ স্ট্রেস নির্ণয় কর ? E=200GPa
৫। ড্রয়িংটির টপ ও ফ্রন্ট ভিউ অংকন কর।
0 Comments